বাঁধ নির্মাণের নামে ‘প্রভাবশালীদের’ লবণাক্ত বালুর বাণিজ্য


চট্টগ্রামের বাঁশখালীতে বেড়িবাঁধ নির্মাণে সাগরের লবণাক্ত বালু ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। এলাকাবাসীর প্রতিবাদ ও প্রশাসনের সতর্কতা উপেক্ষা করে একটি প্রভাবশালী মহল এই কাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ ওঠার পর সোমবার সকালে খানখানাবাদ ইউনিয়নে এই অভিযান চালানো হয়। এসময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয় এবং নির্মাণকাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেড়িবাঁধ নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেড (পিডিএল) প্রশাসনের হুঁশিয়ারির পর কাজ বন্ধ রাখলেও সম্প্রতি রাতের আঁধারে পুনরায় বালু উত্তোলন শুরু করে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাদের প্রভাবে ২-৩টি প্রতিষ্ঠানের মাধ্যমে সাগরের লবণাক্ত পানি ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখা হচ্ছে, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানী আকন। এসময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আকন বলেন, “অবৈধভাবে লবণাক্ত পানি দিয়ে বালু উত্তোলনের অভিযোগে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান পিডিএল-এর ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এছাড়া বেড়িবাঁধ নির্মাণ সংক্রান্ত সকল কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”

অভিযোগ রয়েছে, জব্দ করা ড্রেজারটি স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান তালুকদার ট্রেডিং-এর মালিকানাধীন। তবে বিষয়টি অস্বীকার করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ কাইদুল ওয়াদুদ জিহান। তিনি বলেন, “আমাদের কোনো ড্রেজার জব্দ হয়নি। ফেসবুকে কিছু সাংবাদিক আমাদের প্রতিষ্ঠানের নামে গুজব ও বদনাম ছড়াচ্ছে।”

এলাকাবাসীর অভিযোগ, লবণাক্ত বালু দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করলে প্রকল্পটি দীর্ঘস্থায়ী হবে না এবং আশপাশের কৃষিজমি, পুকুর ও ঘের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অবৈধভাবে লবণাক্ত বালু ব্যবহারের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন।