
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চকরিয়া পৌরসভা যুবদল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হলে পৌরশহর ‘যুব নগরীতে’ পরিণত হয়। সমাবেশ থেকে নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ‘ধানের শীষের’ বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
দুপুর থেকে চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, বেলুন, প্রতিষ্ঠাবার্ষিকীর গেঞ্জি ও টুপি পরে বাদ্য বাজিয়ে পৌরশহরের থানা রাস্তার মাথায় সিস্টেম কমপ্লেক্সের সামনে জড়ো হতে থাকেন। বিকাল ৪টায় সেখান থেকে একটি বিশাল শোভাযাত্রা চকরিয়া পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা শুরুর আগে চকরিয়া পৌরসভা যুবদল আহ্বায়ক অ্যাডভোকেট মনোহর আলম মনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব জিয়াউদ্দিন বাবুলের পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার।
সমাবেশে বক্তারা বলেন, আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বক্তারা আসন্ন নির্বাচন সামনে রেখে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও অ্যাডভোকেট হাসিনা আহমেদের সালাম চকরিয়াবাসীর কৃষক, শ্রমিক, জনতা ও যুবসমাজসহ সবার মাঝে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। এ সময় তারা সালাহউদ্দিন আহমেদের উন্নয়নের কথা জনগণকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি এম গিয়াসউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন কমিশনার, কক্সবাজার জেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন কমিশনার, চকরিয়া পৌরসভা বিএনপির যুগ্ম-সম্পাদক আকতার ফারুক খোকন, সাংগঠনিক সম্পাদক মাহামুদুল করিম এবং চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান।
