জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা: পটিয়ায় সাবেক ইউপি সদস্য হাশেম ‘শোন অ্যারেস্ট’


চট্টগ্রামের পটিয়ায় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে’র সময়কার এক বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় জিরি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. হাশেমকে ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়েছে। মো. হাশেম মেম্বার সমিতির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার পটিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালতে মো. হাশেমকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদনের শুনানি হয়।

আদালতের জিআরও নিশ্চিত করেছেন, পটিয়া থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিচারক বেগম তাররাহুম আহমেদ আসামী মো. হাশেমকে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তাকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

এই মামলার তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিক উল্লাহ গত ২৩ অক্টোবর আদালতে এই শোন অ্যারেস্টের আবেদনটি করেছিলেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, মো. হাশেম ওই মামলার এজাহারভুক্ত আসামী। তার বিরুদ্ধে পটিয়া থানায়ও আরও দুটি মামলা রয়েছে।

মো. হাশেমকে সাম্প্রতিক সময়ে নগরীর শেরশাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছিল।

স্থানীয়রা জানান, মো. হাশেম আওয়ামী লীগ সরকারের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন। তৎকালীন স্থানীয় সংসদ সদস্যের হাত ধরে তিনি আওয়ামী লীগে যোগ দিলেও তার কোনো দলীয় পদ-পদবী ছিল না। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন।