রাঙ্গুনিয়ার ‘মরণফাঁদ’ পুকুর: এক সপ্তাহে ঝরল ৫ শিশুর প্রাণ


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে পুকুরে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ বুধবার (২৯ অক্টোবর) সকালে সম্পূর্না সাহা মিমি (৯) নামে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়ি এলাকায়।

নিহত সম্পূর্না সাহা মিমি একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সুশীল ডাক্তার বাড়ির লিটন সাহার মেয়ে এবং দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মিমি তার স্কুল শিক্ষিকা মায়ের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে যায়। প্রতিদিনের মতো মা সকালেই স্কুলে চলে গেলে মিমি একাই পুকুরে গোসল করতে নামে।

ধারণা করা হচ্ছে, গোসলের সময় পা পিছলে পুকুরে পড়ে গিয়ে সে ডুবে যায়। পরে এক পথচারী পুকুরে ভাসমান অবস্থায় মিমির নিথর দেহ দেখতে পান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, এক ভাই ও এক বোনের মধ্যে মিমি ছোট ছিল।

এই ঘটনা নিয়ে গত এক সপ্তাহে রাঙ্গুনিয়া উপজেলায় পুকুরে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হলো। এর আগে গত রোববার (২৬ অক্টোবর) উপজেলার চন্দ্রঘোনা এলাকায় মো. ইয়াছিন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়।

তারও আগে, গত ২৪ অক্টোবর উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়ার দক্ষিণ পাড়া গ্রামে পুকুরে ডুবে একসঙ্গে তিন শিশুর মৃত্যু ঘটেছিল। নিহতরা হলো সুমাইয়া আক্তার (১১), রুবিনা পারভীন হাবিবা (৭) ও জান্নাত আক্তার (১০)।