হালদায় অবৈধ বালু উত্তোলন: ৩ জনের কারাদণ্ড, ২ গাড়ি জব্দ


চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিন যুবককে আটক করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার নাজিরহাট পৌরসভার ব্রাহ্মণহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম। এসময় বালু পরিবহনে ব্যবহৃত দুইটি গাড়িও জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, আটক তিনজন অবৈধভাবে বালু উত্তোলনের কথা স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তাদের এই দণ্ড দেওয়া হয়। অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে প্রশাসনের জিম্মায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে।”

অভিযানে ভুজপুর থানা পুলিশ, নাজিরহাট পৌরসভার কর্মী ও নাজিরহাট ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মীরা সহায়তা করেন।