রাউজানে র‍্যাবের বড় অভিযান: বিপুল অস্ত্রসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ কামাল ও সোহেল আটক


চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ‘শীর্ষ সন্ত্রাসীকে’ আটক করেছে র‍্যাব-৭। বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে প্রায় সাড়ে ১১ ঘণ্টা ধরে এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন নোয়াপাড়ার ‘ত্রাস’ হিসেবে পরিচিত কামাল উদ্দিন (৪৯) ও তার সহযোগী সোহেল আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা অস্ত্রসহ আটক কামাল উদ্দিনের উপস্থিতিতে র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ হাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ‘ক্রাইম জোন’ খ্যাত নোয়াপাড়া ইউনিয়নে বিপুল পরিমাণ অস্ত্র মজুদ থাকার খবরে সন্ত্রাসী কামাল উদ্দিনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

বুধবার দিবাগত রাত ১টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে র‍্যাবের তিনটি ডগ স্কোয়াড ব্যবহার করে বাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ হাফিজুর রহমান জানান, রাউজানে গত ১৪ মাসে ১৭টি খুনের ঘটনার পর র‍্যাব বিশেষ নজরদারি বাড়িয়েছে এবং তারই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। এটিকে তিনি রাউজানে বড় ধরনের অস্ত্র উদ্ধার হিসেবে উল্লেখ করেন। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১১টি একনলা বন্দুক, ৪টি চাইনিজ কুড়াল, ১০টি চাপাতি, ৮টি রাম দা, ১৫টি কার্তুজ, ৯টি হকিস্টিক, ৬টি ছুরি, ৩টি হাতুড়ি, ৩টি করাত, দুই বক্স ফটকাবাজি, এক বোতল মদ ও ৫০ গ্রাম গাঁজা।

র‍্যাব জানিয়েছে, আটক সন্ত্রাসী কামাল উদ্দিন (৪৯) নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত খায়েজ আহমেদ চেয়ারম্যানের ছেলে। আটক সোহেল একই এলাকার মৃত শফিক আহম্মদের ছেলে।