ফটিকছড়িতে সীমানা বিরোধ: প্রতিবেশীর পিটুনিতে বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ১


চট্টগ্রামের ফটিকছড়িতে জায়গা-জমির বিরোধে প্রতিবেশীর পিটুনিতে আহত এক বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

এর আগে বুধবার উপজেলার সুন্দরপুর ইউনিয়নের জয়রাম মহাজন বাড়িতে মারধরের শিকার হন ওই বৃদ্ধ। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ওই গ্রামের জয়রাম বাড়িতে সবু কান্তি নাথের সঙ্গে বৈকুন্ঠ চন্দ্র নাথের পারিবারিক সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই ধারাবাহিকতায় ঘটনার দিন উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে দেশিয় অস্ত্র নিয়ে মারামারি হয়, এতে বৈকুণ্ঠ মারাত্মক জখম প্রাপ্ত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলার নাজিরহাটস্থ স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে বৈকুণ্ঠ মারা যান।

নিহতের স্ত্রী মনজু রানী নাথ বলেন, “প্রতিবেশি সবু কান্তি ও তার স্ত্রী টিংকু রানী মিলে পরিকল্পিতভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেন এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেন।” তিনি অভিযোগ করেন, এসময় তার স্বামীর পকেটে থাকা ১ লক্ষ ৮৫ হাজার টাকা ও কিছু স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবারের মারামারির ঘটনায় নিহতের স্ত্রী বৃহস্পতিবার একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত টিংকু রানী নাথকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি নূর আহমেদ আরও বলেন, “বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।”