দোকানির ‘সন্দেহেই’ জালে, পটিয়ায় জালনোট চক্রের হদিস?


চট্টগ্রামের পটিয়ায় জালনোট দিয়ে মালামাল কেনার সময় মো. ইউনুছ (৩১) ও মো. ইব্রাহিম (৩৫) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের পাচুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার টাকার তিনটি ও ৫০০ টাকার একটি নোটসহ মোট তিন হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে গ্রেপ্তারকৃতরা পাচুরিয়া মুন্সিরহাট বাজার এলাকার খাজা গরীবে নেওয়াজ ট্রেডার্স নামে একটি দোকান থেকে কিছু মালামাল কেনেন। পরে তারা দোকান মালিককে ওই তিন হাজার ৫০০ টাকার জালনোট প্রদান করেন। টাকাগুলো দেখে দোকান মালিকের সন্দেহ হলে তিনি বিষয়টি বুঝতে না দিয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোটগুলো যাচাই করে জালনোট হিসেবে শনাক্ত করে এবং স্থানীয়দের সহায়তায় ওই দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজনের বাড়ি পটিয়া কুসুমপুরা ইউনিয়নে।

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। তারা জালনোট চক্রের সদস্য কিনা তা জানা যায়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য তাদের রিমান্ড চাওয়া হবে।