
খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলা বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ১৫(২) ধারায় আলাউদ্দিন ও শান্তি জীবন চাকমাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় বলে প্রশাসন জানিয়েছে।
অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন জব্দ করা হয়েছে এবং সরঞ্জামগুলো অকেজো করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে ইউএনও ইনামুল হাছান বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন একটি দণ্ডনীয় অপরাধ। যারা আইন অমান্য করে এমন কর্মকাণ্ডে জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নদী রক্ষায় উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে।”