২২ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে তীর্যক নাট্যমেলা

চট্টগ্রাম : চার দিনব্যাপী তীর্যক নাট্যমেলা দ্বিতীয় পর্যায়ে আগামী ২২ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে। দেশের অন্যতম প্রাচীন গ্রুপ থিয়েটার ‘তীর্যক নাট্যদল ’ এই মেলার আয়োজন করেছে।

২২ ডিসেম্বর বিকেল চারটায় ‘থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম’এ নাট্যমেলা উদ্বোধন করবেন শিক্ষাবিদ, লেখক ও সংস্কৃতি ব্যাক্তিত্ব ড. অনুপম সেন।

তীর্যক নাট্যদলের প্রধান ও নাট্য ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার এ তথ্য জানান।

তিনি জানান, মেলায় চারদিনে বন্দরনগরী চট্টগ্রামের গ্রুপ থিয়েটার তীর্যক নাট্যদলের প্রযোজিত চারটি নাটক প্রদর্শিত হবে। এ ছাড়া মেলায় তীর্যকের চুয়াল্লিশ বছরের নাট্যস্মারক প্রদশর্নী, সম্মাননা প্রদান, লেকচার ওয়ার্কশপ, মুক্তমঞ্চে আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দ জামিল আহমেদকে সম্মাননা প্রদান করা হবে।

নাট্যমেলায় আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত চারটি নাটক প্রদর্শিত হবে। নাটকগুলো হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বিসর্জন’, সফোক্লিসের ‘ইডিপাস’, সৈয়দ ওয়ালিউল্লাহ’র ‘তরঙ্গভঙ্গ’ ও মাইকেল মধুসূদন দত্তের ‘বুড়ো সালিকের ঘারে রোঁ।’ প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম’ এ নাটগুলো মঞ্চস্থ হবে। তীর্যকের নাট্যমেলার প্রথম পর্ব সম্প্রতি ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।