
চট্টগ্রামের সাতকানিয়ায় ‘টোকেন বাণিজ্য’ ও মাসিক চাঁদাবাজির অভিযোগে আলোচিত সহকারী ট্রাফিক সাব-ইন্সপেক্টর (এটিএসআই) শাহীনাকে বদলি করা হয়েছে। একুশে পত্রিকায় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর তাকে কেরানীহাট ট্রাফিক বক্স থেকে সরিয়ে দেওয়া হয়।
রোববার রাতে সাতকানিয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাহীনকে অন্যত্র বদলি করা হয়েছে।”
এর আগে গত বৃহস্পতিবার ঠাকুরদীঘি এলাকায় সিএনজি অটোরিকশা চালকরা চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করেন।
সিএনজি অটোরিকশা চালকদের অভিযোগ ছিল, প্রতি গাড়ি থেকে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়া হচ্ছিল এবং চালকদের ‘টোকেন’ নিতে বাধ্য করা হচ্ছিল। এই টোকেন না থাকলেই গাড়ি জব্দ, মামলা বা বিভিন্ন হয়রানির শিকার হতে হতো বলে তারা দাবি করেন।
পরদিন শুক্রবার একুশে পত্রিকায় ‘চাঁদা না দিলেই’ গাড়ি ধরে পুলিশ, সাতকানিয়ায় চালকদের বিক্ষোভ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে কেরানীহাট ট্রাফিক বক্স ঘিরে মাসিক চাঁদাবাজি ও টোকেন বাণিজ্যের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
একুশে পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশের পর তা পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এবং এরপরই শনিবার এটিএসআই শাহীনাকে বদলির নির্দেশ দেওয়া হয়।
