
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সংগঠক লায়ন বরুণ কুমার আচার্য বলাই ‘গভর্ণর গোল্ড মেডেল’ পুরস্কার পেয়েছেন। শনিবার (১ নভেম্বর) নগরীর কাজীর দেউরীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে লায়ন্স ক্লাব চট্টগ্রাম জেলার অক্টোবর সার্ভিস ও ২য় কেবিনেট মিটিংয়ের সমাপনী অনুষ্ঠানে তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ি ক্লাব এবং ক্লাব প্রেসিডেন্ট হিসেবে লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করায় উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন তাকে অভিনন্দন জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনারাবেল ইন্টারন্যাশনাল ডিরেক্টর লায়ন নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম এবং গেস্ট অব অনার হিসেবে লায়ন এ কে এম রেজাউল হক ও লায়ন আশরাফ হোসেন খান হিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিস্ট্রিক গভর্ণর লায়ন মো. মোছলেম উদ্দিন অপু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে লায়ন কহিনুর কামাল, লায়ন মো. আবু বক্কর সিদ্দিকী, লায়ন মো. কামরুজ্জামান লিটন, লায়ন নিশাত ইমরান, প্রাক্তন প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ জানে আলম, লায়ন মো. ফোরকানুল আমিন, লায়ন মো. সেলিম সিকদার, লায়ন কামরুল ইসলাম ইকবাল, সাংবাদিক আহমদ আলী চৌধুরীসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিদের হাত থেকে লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই গোল্ড মেডেল গ্রহণ করেন। এসময় বিশেষ এই অ্যাওয়ার্ডে ভূষিত করায় তিনি সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
