
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চ পর্যায়ের পৃথক দুটি প্রতিনিধিদল চট্টগ্রামের হাটহাজারীতে প্রস্তাবিত ৬০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্ধারিত স্থান পরিদর্শন করেছে। রবিবার (২ নভেম্বর) সকালে তারা এই পরিদর্শনে আসেন। প্রতিনিধিদলগুলো হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং মেখল ইউনিয়নের রহিমপুর কমিউনিটি ক্লিনিকও ঘুরে দেখেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলে ছিলেন সংস্থার পাবলিক হেল্থ টেকনিক্যাল অফিসার মিস আরিসারাওয়ান সুকনাওরাত ও এসআইএমও ডা. এফ.এম জাহিদ। তাদের সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক দপ্তরের উপ-পরিচালক ডা. কমরুল আযাদ উপস্থিত ছিলেন।
অপরদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদলে ছিলেন মহাপরিচালক (অতিরিক্ত) অধ্যাপক ডা: খায়ের আহমেদ চৌধুরী এবং পরিচালক (প্রশাসন) ডা. এবি এম আবু হানিফ। তাদের সঙ্গে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: সেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা: জাহাঙ্গীর আলম চৌধুরী ছিলেন।
উভয় প্রতিনিধিদলকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাগত জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ, সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসারবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
