চকরিয়ায় বাড়ি ভেঙে লুট: আদালতের নির্দেশে মালামাল উদ্ধার


কক্সবাজারের চকরিয়ায় আদালতের নির্দেশে এক নারীর ভেঙে ফেলা বাড়ির লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা এগারোটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের গুরুইন্যাকাটা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় আনু মিস্ত্রির ছেলে এনামুল হকের বাড়ি থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই হিমেল হাসান এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাহারবিল ইউনিয়নের কোরালখালী এলাকার আবু শামার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তার ক্রয়কৃত বাড়ির জায়গার দখল নিয়ে আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। এতে ক্ষুব্ধ হয়ে মামলার আসামি উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদচর এলাকার মুহাম্মদ আতিকুর রহমান গত ৯ অক্টোবর ভোররাতে দলবল নিয়ে হামলা চালিয়ে বাদির বাড়িটি ভেঙে ফেলে এবং স্থাপনার বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এসআই হিমেল হাসান বলেন, এ ঘটনায় মামলার বাদি জান্নাতুল ফেরদৌস পুনরায় আদালতে একটি সম্পূরক অভিযোগ দাখিল করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ অক্টোবর আদালত লুন্ঠিত মালামাল উদ্ধারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশকে নির্দেশ দেন। আদালতের আদেশ মতে তদন্তকারী কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার সাহারবিল ইউনিয়নের গুরুন্যাকাটা এলাকায় অভিযান চালিয়ে লুন্ঠিত কিছু মালামাল উদ্ধার করা হয়েছে।

মামলার বাদি জান্নাতুল ফেরদৌসের স্বামী আবু শামা বলেন, পুলিশের অভিযানে আমার বাড়ি ভেঙে নিয়ে যাওয়া টিনের চাল ও বেড়া এবং বেশকিছু কাঠের বাতি-বোরকা উদ্ধার হয়েছে। কিন্তু লুন্ঠিত ৩০০ ফুট কাঁটাতার, ৩০টি পিলার এবং বাগান থেকে কেটে নেওয়া শতাধিক বিভিন্ন প্রজাতির গাছ ওই আস্তানায় পাওয়া যায়নি।

তিনি বলেন, “আমার বাড়িতে হামলা ও মালামাল লুটের ঘটনায় আমরা বিজ্ঞ আদালতের কাছে সুবিচার কামনা করছি।”