
চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান ও একাধিক ধারালো ছুরিসহ এক ‘অস্ত্রধারী সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কোদালা ইউনিয়নের ধোপাঘাট গ্রাম থেকে মো. গিয়াস উদ্দিন (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম মঙ্গলবার রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায়, এসআই (নিরস্ত্র) হিমাংশু চন্দ্র সূত্রধরের নেতৃত্বে যৌথ বাহিনীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেল ৬টার দিকে কোদালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধোপাঘাট গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় জনৈক নাছির উদ্দিনের মুন্সীবাড়ি এলাকার একটি দোচালা টিনের ঘরের ভেতর থেকে গিয়াস উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়। গিয়াস উদ্দিন ওই বাড়ির মো. নাছির উদ্দিনের ছেলে।
ওসি জানান, গিয়াসের দেখানো মতে ঘরের খাটের নিচ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল আকৃতির পাইপগান, ১টি কার্তুজের খোসা, ১টি স্টিলের এসএস পাইপ, ১টি কিরিচ, ২টি দা, ২টি দেশীয় ছুরি এবং ১টি বিদেশি ছুরি উদ্ধার করা হয়।
ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, “অস্ত্রধারী এই সন্ত্রাসীর বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।”
