নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি


নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে নিউইয়র্কবাসী তাদের ইতিহাসের প্রথম মুসলিম মেয়র পেলো। সংবাদমাধ্যম এপির বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

৩৪ বছর বয়সী কুইন্সের এই অঙ্গরাজ্য আইনপ্রণেতা নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র হিসেবে দায়িত্ব নেবেন। নির্বাচনে জোহরান মামদানির প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু ক্যুওমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া।

এবারের নির্বাচনে প্রায় ৭ লাখ ৩৫ হাজার ৩১৭ জন আগাম ভোট দিয়েছেন, যা প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে সর্বোচ্চ আগাম ভোট পড়ার ঘটনা।

এর আগে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোহরান মামদানি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন, “আমরা আমাদের শহরে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে আছি। একই সঙ্গে পুরোনো রাজনীতিকে বিদায় জানানোরও দ্বারপ্রান্তে।”

ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল তহবিল আটকে দেওয়ার হুমকির বিষয়ে প্রশ্ন করা হলে মামদানি বলেন, “আমি শহরের প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য লড়াই করতে মুখিয়ে আছি।”