
সপ্তাহে একদিন ছুটির দাবিতে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন করেছেন দোকান কর্মচারীরা। পটিয়া দোকান কর্মচারী সমিতির উদ্যোগে বুধবার (৫ নভেম্বর) সকালে পৌরসদরের ছবুর রোডে এই কর্মসূচি পালন করা হয়। তারা প্রতি সপ্তাহের শনিবার দিনটি বাধ্যতামূলক ছুটির দাবি তুলেছেন।
মানববন্ধন কর্মসূচিতে কয়েক শতাধিক শ্রমিক জড়ো হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন পটিয়া দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. মহিউদ্দীন, মো. সুজন এবং প্রচার সম্পাদক মো. আজিজ প্রমুখ।
সমিতির সভাপতি মো. মহিউদ্দীন অভিযোগ করেন, “দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহি ব্যবসায়িক প্রাণকেন্দ্র পটিয়া। এখানে আমরা অত্যন্ত সুনামের সাথে ও সুসম্পর্কের সাথে দায়িত্ব পালন করে আসছি। দোকান মালিকদের গুটি কয়েকজনের জন্য আমাদের দাবিটি মালিক সমিতি মেনে নিচ্ছে না। বাধ্য হয়ে আমাদের ন্যায্য দাবি আদায়ে মাঠে নামতে হয়েছে।”
