চট্টগ্রামে গণসংযোগে গুলিবর্ষণ: বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ ও বাবলাসহ আহত ৩


চট্টগ্রামের পাঁচলাইশে গণসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর আহ্বায়ক এরশাদ উল্লাহ। বুধবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে হামজার বাগ এলাকায় এই হামলায় সরওয়ার বাবলা নামে আরও একজনসহ মোট তিনজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ এরশাদ উল্লাহকে স্থানীয় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, মনোনয়ন পাওয়ার পর এরশাদ উল্লাহ হামজারবাগ এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছিলেন। এমন সময় দুর্বৃত্তরা তাদের ওপর গুলি চালায়।

পুলিশ সূত্র জানিয়েছে, এই ঘটনায় মোট তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এরশাদ উল্লাহ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, হামলাকারীরা সরওয়ার বাবলা নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে বিএনপি নেতা এরশাদ উল্লাহসহ অন্যরা গুলিবিদ্ধ হন। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। কারা এই হামলা চালিয়েছে সে বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক পদে রয়েছেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, “কেন এই ঘটনা ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। আমরা তদন্ত করছি।”