একুশে পত্রিকায় সংবাদের পর আনোয়ারা পল্লী বিদ্যুতের সেই এজিএম বদলি


চট্টগ্রামের আনোয়ারায় গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার, স্বেচ্ছাচারিতা ও হুমকির অভিযোগে অভিযুক্ত পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শাহীন মাহমুদকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে একুশে পত্রিকায় সংবাদ প্রকাশের পর এই পদক্ষেপ নেওয়া হলো।

বৃহস্পতিবার আনোয়ারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোরশেদুল আলম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।

মোরশেদুল আলম জানান, এজিএম শাহীন মাহমুদকে ‘জনস্বার্থে’ লোহাগড়া অফিসে বদলি করা হয়েছে। তিনি গত ২ নভেম্বর নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

উল্লেখ্য, গত ২০ অক্টোবর আনোয়ারায় পল্লীবিদ্যুৎ এজিএমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা-হুমকির অভিযোগ, তদন্তের আশ্বাস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে একুশে পত্রিকা। প্রতিবেদনে এজিএম শাহীন মাহমুদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে। মো. জাবেদ নামে একজন গ্রাহক অভিযোগ করেন, তিনি নিজের খরচে জামানত দিয়ে বিদ্যুতের খুঁটি স্থাপন করলেও শাহীন মাহমুদ অন্য গ্রাহককে সংযোগ দেওয়ার সময় তার (জাবেদের) সঙ্গে খরচের বিষয়টি সমন্বয়ের অনুরোধ শোনেননি।

মো. জাবেদ সে সময় অভিযোগ করেন, এই অনুরোধ করায় এজিএম শাহীন মাহমুদ তার ওপর ক্ষিপ্ত হন, মারতে তেড়ে আসেন এবং গালিগালাজ করেন।

শুধু মো. জাবেদের ঘটনাই নয়, এজিএম শাহীন মাহমুদের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ ছিল। গত এপ্রিলে বৈরাগ ইউনিয়নে গ্রাহকদের সঙ্গে বিতণ্ডার জেরে ৩৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এছাড়া, মিটার সংযোগে অনলাইন পর্চা বা আলাদা সংসারের মতো ‘মনগড়া’ নিয়ম চালুর মাধ্যমে গ্রাহক হয়রানির অভিযোগও করেন ভুক্তভোগীরা।

তৎকালীন অভিযোগের বিষয়ে এজিএম শাহীন মাহমুদ গ্রাহক জাবেদের সঙ্গে ‘সামান্য কথাকাটাকাটি’ হয়েছে বলে স্বীকার করলেও হুমকির বিষয়টি অস্বীকার করেছিলেন। তবে তিনি “সেনাবাহিনী এনে সংযোগ দেব” বলেছিলেন বলে সে সময় জানান।

ওই সময়ই চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী দীলিপ চন্দ্র চৌধুরী এবং ডিজিএম মোরশেদুল আলম উভয়ই অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন।