জিরি মাদ্রাসার বার্ষিক সভা শুরু, শুক্রবার আখেরি মোনাজাত


চট্টগ্রামের পটিয়া আল-জামেয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী বার্ষিক সভা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ২টা থেকে মাদ্রাসার বার্ষিক এই সভা শুরু হয়, যা শুক্রবার আসরের নামাজের পর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব জানিয়েছেন, প্রতি বছরের মতো এবারও দুই দিনব্যাপী এই বার্ষিক সভায় দেশ-বিদেশের হক্কানী ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানেদ্বীন ও ইসলামী স্কলারগণ অংশ নিবেন।

মাওলানা মোহাম্মদ খোবাইব বিন তৈয়ব সভাটি সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।