
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশন এলাকায় দিনদুপুরে এক ডাকাতের আস্তানায় অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাসেল উদ্দিন ওরফে রিয়াজু (৩৩) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তারের সময় একটি দেশীয় তৈরি বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মালুমঘাট ডুমখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছে, রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে একদল ডাকাত মালুমঘাটার পশ্চিম অংশে ডুমখালী রেলস্টেশনের পাশে একটি আস্তানায় জড়ো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাশের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়।
ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, তিনি, এসআই আনোয়ার হোসেন ও এএসআই জসিম উদ্দিনসহ পুলিশের একটি টিম নিয়ে বিকাল সাড়ে চারটার দিকে ঘটনাস্থলে পৌঁছে ডাকাতের আস্তানাটি ঘিরে ফেলেন। এসময় জনগণের উপস্থিতিতে রিয়াজু নামে ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং তার দেখানো জায়গা থেকে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি তৌহিদুল আনোয়ার আরও বলেন, “গ্রেপ্তারকৃত রাসেল উদ্দিন ওরফে রিয়াজু একজন পেশাদার সন্ত্রাসী এবং আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার (৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।”
