
কক্সবাজার-চট্টগ্রাম রেলপথে চকরিয়ার বিএমচর ইউনিয়নে চলন্ত ট্রেনে কাটা পড়ে নুরুল আলম মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পুচ্ছালিয়াপাড়া এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম মুন্সির বাড়ি উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা এলাকায়।
বিএমচর ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক রেললাইনে ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসমাইল হোসেন মানিক জানান, নিহত নুরুল আলম মুন্সির মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।
