খাগড়াছড়িতে বিএনপির শোডাউন, ওয়াদুদ ভূঁইয়ার জন্য ভোট প্রার্থনা


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপি শহরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ করেছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার ছবি সম্মিলিত প্লেকার্ড ও ধানের শীষের প্রতীক নিয়ে নেতাকর্মীরা বিশাল শোডাউন করেন।

র‍্যালিটি খাগড়াছড়ি চেঙ্গী স্কোয়ার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার। বিশেষ অতিথি হিসেবে যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক মিন্টু, মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, আবদুর রউফ রাজা এবং জেলা যুবদলের সভাপতি মাহাবুল আলম সবুজ বক্তব্য রাখেন।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন এবং শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সকলকে কাজ করার আহ্বান জানান। একই সাথে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করতে সকলকে একযোগে কাজ করারও আহ্বান জানানো হয়।

সমাবেশে বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।