পটিয়ায় শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগে আমূল পরিবর্তন আনব : এনাম


নির্বাচিত হলে পটিয়ার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনামুল হক এনাম। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে স্থানীয় কালারপোল বাদামতল এলাকায় আয়োজিত ‘বিপ্লব ও সংহতি দিবস’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।

এনামুল হক এনাম বলেন, “বিএনপি বাংলাদেশের জনগণের প্রাণের দল। যতবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, ততবারই পটিয়ার জনগণ ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। যদি আবারও পটিয়ার জনগণ ধানের শীষকে জয়ী করে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেন, তাহলে আমরা পটিয়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবো।”

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং মায়েদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এনামুল হক এনাম বিএনপিকে ‘গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের নেতৃত্বদানকারী একটি মজলুম দল’ হিসেবে উল্লেখ করে বলেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশ একটি সুশাসিত, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাষ্ট্রে পরিণত হবে।”

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম ৭ই নভেম্বরের তাৎপর্য তুলে ধরে বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। এদিন দেশপ্রেমিক সৈনিক ও জনতা ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে দেন এবং স্বাধীনতার ঘোষক ও রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। এটাই ছিল বাংলাদেশের সার্বিক অগ্রগতির টার্নিং পয়েন্ট।”

পটিয়া কোলাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আবু তৈয়ব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিএনপি নেতা আবু ছিদ্দিক, আবদুল হামিদ ও ছাত্রদল নেতা মো. রাসেল।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, তৌহিদুল আলম, আবদুল মাবুদ, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোর্শেদুল শফি হিরু, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন, আজমল হোসেন জামাল ও হাজী ইব্রাহিম সওদাগর উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, জেলা যুবদলের সহ-সভাপতি হাজী আবদুল মন্নান তালুকদার, যুগ্ম সম্পাদক হামিদুর রহমান পিয়ারু, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা মহিলা দলের সভাপতি রেখা বেগম, সাধারণ সম্পাদক হালিমা বেগম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন ও শাহাদাত হোসেন এবং বিএনপি নেতা দিদারুল আলম দিদার, মোহাম্মদ হাসান, নুরুল আকতার মেম্বার ও গাজী রেজাউল করিম প্রমুখ।