লোহাগাড়ায় সড়ক বন্ধ করে ‘উপজেলা প্রশাসন কাপ’, জনদুর্ভোগে ক্ষোভ


চট্টগ্রামের লোহাগাড়ায় জনগুরুত্বপূর্ণ ও ব্যস্ততম শাহপীর সড়ক বন্ধ করে “আন্তঃইউনিয়ন উপজেলা প্রশাসন কাপ” নামে একটি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে টুর্নামেন্টটি শুরু হলে চলাচলের জন্য সড়কটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট চলাকালে মাঠের উত্তর পাশের এই ব্যস্ত সড়কটি বন্ধ রাখা হবে। এই সড়কটি লোহাগাড়া সদর, পুটিবিলা, কলাউজান ও চরম্বা ইউনিয়নের লোকজনের যাতায়াতের প্রধান সড়ক।

এছাড়া মাঠের পাশে বিল্লাহ পাড়া, সরকার পাড়া, দরবেশ হাট, সওদাগর পাড়া, বিভিন্ন ভবনের বাসিন্দা এবং দরবেশিয়া জামে মসজিদের মুসল্লিদের চলাচলেও চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে।

সড়কটি বন্ধ করে দেওয়ায় ভুক্তভোগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

নাজিম উদ্দীন নামে একজন ভুক্তভোগী বলেন, ‘তাড়াতাড়ি যাওয়ার জন্য এ সড়ক দিয়ে যাচ্ছিলাম। এসে দেখি সড়ক বন্ধ। এখন ঘুরে অন্য সড়ক দিয়ে যেতে হবে। খেলার জন্য সড়ক বন্ধ- এ কেমন তামাশা।’

মোহাম্মদ মহসিন নামে একজন ফেসবুকে লিখেছেন, “এই ডিসি সড়ক গুরুত্বপূর্ণ রোড ব্লক করায়ে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একজন সাধারন নাগরিক হিসেবে। খেলার থেকে প্রয়োজন গুরুত্বপূর্ণ রোড খোলা রাখার প্রয়োজন মনে করি।”

জাহেদুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, “খেলার জন্য রাস্তা ব্লক, এটা কতটুকু যৌক্তিক, দরবেশ হাট রোডে ভোগান্তির শিকার হাজার হাজার পথচারী।। এইটা কি রকম জঘন্য ঘটনা!… লোহাগড়ার ইউএনও মহোদয় এইটা কেমনে মেনে নিলো আশ্চর্য হচ্ছি।” মোহাম্মদ শাহজাহান নামে একজন মন্তব্য করেন, “জনদুর্ভোগ সৃষ্টি হয় এরকম কাজ না করাটাই উত্তম।”

এ বিষয়ে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ‘খেলার শৃঙ্খলার স্বার্থে সড়কটি বন্ধ করা হয়েছে। চলাচলের জন্য বিকল্প সড়ক রয়েছে।’

তবে চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘চলাচলের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে খেলা পরিচলনা করা যাবে না। এব্যাপারে খোজ নেওয়া হচ্ছে।’