
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. রুস্তম আলী উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা আহম্মদ হোসেনের ছেলে।
শনিবার (৮ নভেম্বর) দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পুলিশ জানায়, মো. রুস্তম আলীর বিরুদ্ধে একটি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের রায় ছিল। তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন ১০নং পদুয়া ইউনিয়নের ত্রিপুরাসুন্দরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. রুস্তম আলীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
