পটিয়ায় ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুটি মাইক্রোবাস জব্দ


চট্টগ্রামের পটিয়ায় ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ দুই লক্ষ ৪৪ হাজার টাকাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

শনিবার (৮ নভেম্বর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ার দিঘী কাদের ফিলিং স্টেশন এলাকায় একটি চেকপোস্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুইটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ৮০ লাখ টাকা।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার সকালে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে একটি বড় ইয়াবার চালান আসছে এমন গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি টিম ভাইয়ার দিঘী কাদের ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালে দুইটি মাইক্রোবাস র‌্যাবের গতিবিধি বুঝতে পেরে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‌্যাবের টিম গাড়ি দুইটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিকালে মাইক্রোবাসের চালকের সিটের নিচে একটি ব্যাগ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, লক্ষীপুর জেলার সদর থানার পাটোয়ারী বাড়ির আবদুল মতিনের ছেলে আবদুল্লাহ আল মামুন (৪১), কুমিল্লা জেলার মুরাদনগর থানার রসূলপুর গ্রামের মো. ফিরোজের ছেলে মাঈন উদ্দীন (৩০), জামালপুর জেলার সরিষাবাড়ি থানার দাসের বাড়ির আবদুস সামাদের ছেলে জুনায়েদ তানভীর, চট্টগ্রামের পটিয়া পৌরসদরের ৫নং ওয়ার্ডের আবুদল হামিদের ছেলে রাশেদুল আলম (৩৮) ও ১নং ওয়ার্ডের ছিদ্দিক আহমদের ছেলে জসিম উদ্দীন। তাদের কাছ থেকে নগদ ২ লক্ষ ৪৪ হাজার টাকা এবং ব্যবহৃত ৮টি মোবাইলও জব্দ করা হয়।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত অভিযুক্তদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং জব্দকৃত গাড়ির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।