
হাতের মেহেদির রং এখনও টাটকা। বিয়ের আনন্দ-রেশ কাটেনি। কিন্তু এর আগেই সব স্বপ্ন, সব আনন্দকে ম্লান করে দিল এক নির্মম নিয়তি। চট্টগ্রামের রাউজানে বিয়ের মেহেদির রং মোছার আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মো. এহসান উল্লাহ (২৫) নামের এক নববিবাহিত যুবকের। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার শরীফ পাড়া গ্রামে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত মো. এহসান উল্লাহ স্থানীয় ব্যবসায়ী মো. লোকমান হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগেই ধুমধাম করে বিয়ে করেছিলেন এহসান। নতুন জীবনের স্বপ্নে বিভোর এহসান দুপুরে বাড়ির অদূরে একটি বাঁশ কাটতে যান। কিন্তু তিনি জানতেন না, সেখানেই তার জন্য অপেক্ষা করছিল মৃত্যুফাঁদ। তার কাটা বাঁশটি দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনের ওপর পড়ে। মুহূর্তে বিদ্যুতায়িত হয়ে লুটিয়ে পড়েন এহসান।
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাউজান উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. এহসান উল্লাহকে মৃত ঘোষণা করেন।
এলাকার সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম এই দুর্ভাগ্যজনক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রেজাউল রহিম আজম জানান, বাঁশ কাটতে গিয়েই এহসান বিদ্যুতায়িত হন। তিনি আরও বলেন, এহসানের কিছুদিন আগেই বিয়ে হয়েছিল। তার দুই হাতের মেহেদির রং এখনও মুছে যায়নি। এই অকাল মৃত্যুতে এহসানের পরিবার ও নববধূর কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। যে হাত ধরে নতুন জীবন শুরু করেছিলেন, সেই হাতের মেহেদি শুকানোর আগেই সব শেষ হয়ে যাওয়ায় সকলেই বাকরুদ্ধ।
