পটিয়ায় ‘শোডাউন কাপ’ ফুটবলের শিরোপা জিতল গোল্ডেন স্পার্টান্স


চট্টগ্রামের পটিয়ায় ‘দ্যা শোডাউন কাপ অব ডায়নামিক ইলেভেন সিজন ২’ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে গোল্ডেন স্পার্টান্স। রবিবার (৯ নভেম্বর) রাতে পটিয়া পৌরসদরের পল্লী বিদ্যুৎ টার্ফে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে তারা ৩-১ গোলে আয়রন টাইটানসকে পরাজিত করে।

ডাইনামিক ইলেভেনের উদ্যোগে আয়োজিত এবারের টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। রবিবার রাতের ফাইনাল খেলাটি ছিল উত্তেজনাপূর্ণ এবং মাঠে দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, তবে শেষ পর্যন্ত গোল্ডেন স্পার্টান্স ৩-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াজুল ইসলাম রাজু, রুবেল দাশ, হৃদয় দে এবং সাংবাদিক ওসমান আহমদ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিয়াজুল ইসলাম রাজু, রুবেল দাশ, হৃদয় দে এবং সাংবাদিক ওসমান আহমদ সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন। অতিথিরা বলেন, ডাইনামিক ইলেভেনের এই আয়োজন শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি তরুণ সমাজকে ইতিবাচক পথে রাখার এক অনন্য উদ্যোগ।

তারা বলেন, “মাঠে যে স্পোর্টসম্যানশিপ দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়। এ টুর্নামেন্টের খেলোয়াড়দের মধ্যে ভবিষ্যতের সম্ভাবনা দেখা গেছে। তারা যদি এই মনোযোগ ধরে রাখে, একদিন বড় পরিসরে পটিয়ার নাম উজ্জ্বল করবে।”