
চট্টগ্রামের রাউজানে পুলিশের এক বিশেষ অভিযানে ছয়টি হত্যাসহ ৪০টির বেশি মামলার আসামি এক ‘শীর্ষ সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করা হয়েছে। মো. ইকবাল হোসেন চৌধুরী ওরফে মেজর ইকবাল (৫২) নামে ওই ব্যক্তিকে সোমবার রাতে এক বিশেষ অভিযানে গ্রেপ্তার করা হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, সোমবার রাতে বিশেষ এক অভিযান চালিয়ে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মেজর ইকবাল সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুছ এর ছেলে। তিনি একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত এবং তার বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ৪০টির বেশি মামলা রয়েছে। পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে ৬টি হত্যা মামলা, দাঙ্গা-মারামারি ও অপহরণসহ ১১টি মামলা বিচারাধীন রয়েছে। তিনি চাঞ্চল্যকর শ্যামল হত্যা, আমান হত্যা, ভিপি বাবুর হত্যা ও মুজিব হত্যা মামলারও আসামি।
ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া আরও জানান, “উক্ত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী এবং সক্রিয় ডাকাত দলের অন্যতম একজন সদস্য। সেই রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়ায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
