
চট্টগ্রামের হাটহাজারীতে একটি ব্রিজের নিচের ডোবার পানি থেকে আনুমানিক ৬২ বছর বয়সী অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মুনিয়াপুকুরের পশ্চিমে রেললাইন সংলগ্ন মুন্সি বাড়ির পাশের ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এটি নিয়ে গত দুই দিনে হাটহাজারীতে মোট তিনটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হলো।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উল্লেখিত এলাকার ব্রিজের নিচে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। তবে এখনো উদ্ধার করা লাশের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, ওই ব্যক্তিকে হত্যার পর এই স্থানটিতে এনে ফেলে যাওয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উদ্ধার করা লাশটি একজন ভিক্ষুকের। গতকাল (সোমবার) বিকালের দিকেও তিনাকে অনেকেই ভিক্ষা করতে দেখেছেন।
এসআই মো. আল আমিন আরও বলেন, তারপরও উদ্ধার করা লাশের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত রিপোর্ট হাতে আসার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
এর আগে সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে আনুমানিক ৫৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি এবং একইদিন বেলা দশটার দিকে উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী এক মহিলারসহ মোট দুটি লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইয়া লাশ উদ্ধারের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
