পটিয়ায় আ.লীগের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে যুবদলের মশাল মিছিল


আওয়ামী লীগের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদ জানিয়ে চট্টগ্রামের পটিয়ায় মশাল মিছিল করেছে পৌরসভা যুবদলের একটি অংশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পৌরসদরের বাসস্টেশন থেকে মশাল মিছিলটি শুরু হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় মিছিল থেকে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়।

মিছিল শেষে পৌরসদরের পোস্ট অফিস চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। যুবদল নেতা এসএম রেজা রিপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা মঈনুদ্দিন কায়সার মামুন, পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল হাকিম, যুবদল নেতা বুলবুল ইসলাম, কুতুব উদ্দীন আজিম, ওসমান গনি, হেলাল উদ্দিন, সালাউদ্দিন জাবেদ রবিন, পারভেজ ও রিমন।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মিজান, রাহুল, বাবলু, মাহিম, ইব্রাহিম, নিশাত, শাকিল ফরহাদসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ নভেম্বর আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো নাশকতা যাতে না ঘটে, সেজন্য পুলিশ প্রশাসন মাঠে থাকবে। পুরো সপ্তাহ জুড়ে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ১১ নভেম্বর মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ মাঠে থাকবে। কোন ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না কাউকে।”