৪ জানুয়ারি থেকে চবিতে ক্রীড়া উৎসব শুরু

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলসমূহের ও কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য দপ্তরের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

আগামী ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রথম হল আলাওল হলের ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে এ ক্রীড়া উৎসব শুরু হবে। এরপর যথাক্রমে ৫ জানুয়ারি শামসুন্নাহার হল, ৬ জানুয়ারি এ এফ রহমান হল, ৭ জানুয়ারি শাহজালাল হল, ৮ জানুয়ারি সোহরাওয়ার্দী হল, ৯ জানুয়ারি শাহ আমানত হল, ১০ জানুয়ারি শহীদ আবদুর রব হল, ১১ জানুয়ারি মাস্টারদা সূর্যসেন হল, ১২ জানুয়ারি প্রীতিলতা হল, ১৩ জানুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল এবং ১৪ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা হলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৭ ও ১৮ জানুয়ারি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সভায় চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. মোয়াজ্জেম হোসেন, হল সমূহের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ এবং অফিস প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।