
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিরতরে নিভে গেলো কাজী তাইমিম মুহাম্মদ আরাফ (৭) নামের এক নিষ্পাপ শিশুর জীবনপ্রদীপ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলের এক নিষ্ঠুর মুহূর্তে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নেজামশাহ পাড়া এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত আরাফ ওই এলাকার কাজী মুহাম্মদ এসকান্দরের প্রিয় সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আর সব বিকেলের মতোই বাড়ির পাশে খেলায় মেতেছিল প্রাণচঞ্চল শিশু আরাফ। কিন্তু কে জানতো, সেই খেলাই তার জীবনের শেষ খেলা হবে! এসময় বিয়েবাড়ি থেকে ফেরা একটি মাইক্রোবাস যেন যমদূত হয়ে এসে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়।
নিথরপ্রায় ছোট্ট দেহটি নিয়ে স্থানীয়রা তাকে বাঁচানোর শেষ আশা নিয়ে ছুটে যান রাঙ্গামাটি সদর হাসপাতালে। কিন্তু সব চেষ্টা, সব প্রার্থনা বৃথা করে দিয়ে কর্তব্যরত চিকিৎসক কাজী তাইমিম মুহাম্মদ আরাফকে মৃত ঘোষণা করেন।
ছবিতে সানগ্লাস পরে দুই আঙুল তুলে ‘বিজয়ের’ যে চিহ্ন দেখিয়েছিল আরাফ, সেই উচ্ছ্বাস আজ চিরতরে স্তব্ধ। কাজী মুহাম্মদ এসকান্দরের সন্তানের সেই প্রাণখোলা হাসি, সেই চঞ্চলতা আর কখনো ফিরবে না। মাত্র সাত বছরের শিশুটির এই অকাল প্রয়াণ তার পরিবার, স্বজন ও এলাকাবাসীর হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করেছে।
আরাফের মৃত্যুতে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
