
চট্টগ্রামের পটিয়ায় একাধিক মামলার আসামি কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেমকে (৬৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যান আবুল কাশেমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
আবুল কাশেমের বিরুদ্ধে এক বিএনপি নেতার দায়ের করা মামলা এবং ‘জুলাই আন্দোলনে’ হামলায় জড়িত থাকার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি ২০২১ সালের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কাশিয়াইশ ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন।
ওসি মো. নুরুজ্জামান আরও জানান, বৃহস্পতিবার আবুল কাশেমকে আদালতে পাঠানো হবে।
