হাটহাজারীতে অটোরিকশা চালক হত্যা: ৪ ঘণ্টার মধ্যে ৩ আসামি গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারীতে মো. জাফর (৬০) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধারের চার ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকালে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রুবেল (৩২), জান্নাতুল ফারিয়া রিয়া ওরফে রিয়া মনি (২০) এবং শিরু আক্তার (৪৫)। রুবেল হাটহাজারী পৌরসভার মৌলভী পাড়ার বাসিন্দা। রিয়া মনি ফতেপুর ইউনিয়নের ও শিরু আক্তার নাঙ্গলমোড়া ইউনিয়নের বাসিন্দা হলেও তারা দুজনই চৌধুরীহাট এলাকায় থাকতেন।

হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, বুধবার রাত ১১টার দিকে দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ফকিরখীল এলাকায় সুলতান কোম্পানীর বাড়ির সামনে রাস্তার পাশে একটি সিএনজি অটোরিকশা থেকে জাফরের লাশ ফেলে দেওয়া হয়।

নিহত জাফর মাহমুদাবাদ এলাকার রিয়াজুদ্দিনের বাড়ির বাসিন্দা।

ওসি বলেন, “লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ সিএনজি অটোরিকশাসহ চালক রুবেলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত বাকি দুই নারীকে গ্রেপ্তার করা হয়।”

এদিকে, চালক রুবেলকে আটকের পর পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কিছু লোক। ওসি জানান, এসময় তারা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে।

এ ঘটনায় পুলিশ মো. জাবেদ হোসেন (২৫) ও মো. মুন্না (২৪) নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।