
আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউনের’ প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন স্থানে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘লকডাউনের’ প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ‘ষড়যন্ত্র’ করছে এবং বিভিন্নভাবে ‘গুপ্ত হামলা’ চালাচ্ছে।
শান্ত বাংলাদেশকে অশান্ত করতে এসব করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। বক্তারা বলেন, এসব ষড়যন্ত্র সফল হতে দেবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
এর আগে বুধবার রাতেও লকডাউনের প্রতিবাদে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পর উপজেলার হোসনাবাদ ইউনিয়নের মোগলহাট বাজার এলাকায় ওই মশাল মিছিলে হোসনাবাদ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।
