‘লকডাউনের’ প্রতিবাদে চট্টগ্রামে গণ অধিকার পরিষদের অবস্থান


আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউনের’ প্রতিবাদে চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলীতে অবস্থান কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে নেতৃত্ব দেন দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের ট্রাক প্রতীকের প্রার্থী ডা. এমদাদুল হাসান।

এসময় তিনি বলেন, “দেশের সাধারণ মানুষকে জিম্মি করে রাজনৈতিক প্রতিহিংসার নামে লকডাউন চাপিয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

তিনি জনগণের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা একটি মিছিল বের করেন।

এসময় অন্যদের মধ্যে দক্ষিণ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মো. সেলিম, পটিয়া উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডা. বি. কে. দত্ত, যুব অধিকার পরিষদ পটিয়া উপজেলা আহ্বায়ক নবাব আরাফাত, কর্ণফুলী শাখার সভাপতি রোকন এবং ছাত্র অধিকার পরিষদ পটিয়া উপজেলা সভাপতি গোলাম সোবাহান উপস্থিত ছিলেন।