বোয়ালখালীতে অস্ত্র-ককটেলসহ আ.লীগ-যুবলীগ নেতা আটক


চট্টগ্রামের বোয়ালখালীতে অস্ত্র ও ককটেল বিস্ফোরকসহ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ১নং কধুরখীল ইউনিয়নের জামতলা এলাকা থেকে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের বোয়ালখালী আর্মি ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন।

আটককৃতরা হলেন নুরুল আমিন (৪৬), মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মোহাম্মদ শাহাদাত হসেন (৪২)।

এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের নিয়ন্ত্রণাধীন বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১টি শটগান, ৪টি ককটেল বিস্ফোরক, ১টি শটগান অ্যামোনিশন, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৮৯ হাজার ২০ টাকা জব্দ করা হয়।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ আরও বলেন, প্রাথমিকভাবে তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল আমিনের বিরুদ্ধে সিকদারিয়া স্কুলে বিগত সময়ের সকল জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেটে সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের মতো অভিযোগ রয়েছে।

তিনি বলেন, “বিগত কয়েক দিন ধরে আটককৃত নুরুল আমিন, মোহাম্মদ আবু নাসের জিলানী এবং মোহাম্মদ শাহাদাত হসেন উক্ত খামারে আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন।”

জব্দকৃত মালামালসহ গ্রেপ্তারকৃত তিনজনকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ বলেন, “সন্ত্রাস, মাদক, ছিনতাই, চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অনাচার ও অপরাধমূলক কার্যক্রম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”