চট্টগ্রামে নতুন ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা


নিয়োগ পাওয়া এবং দায়িত্ব গ্রহণ—কোনোটিরই এক মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে।

তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, যিনি বর্তমানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের আদেশ হয়।

এর আগে গত ১৬ অক্টোবর ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছিল। সেই আদেশের প্রেক্ষিতে গত ১৯ অক্টোবর তিনি চট্টগ্রামে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছিলেন।

তুন প্রজ্ঞাপন অনুযায়ী, সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।