হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ৩৫ বছর পর গ্রেপ্তার


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ১৯৯১ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে ৩৫ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. মুছা উপজেলার পূর্ব খিল মোগল এলাকার বাসিন্দা আবুল হোছেনের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন প্রবাসে পলাতক ছিলেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, বুধবার দিবাগত রাতে (১৩ নভেম্বর) এক অভিযানে মো. মুছাকে আটক করা হয়। শুক্রবার (১৪ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়েছে।

ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, “১৯৯১ সালের একটি হত্যা মামলায় তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। এই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়। তিনি প্রবাসে পলাতক ছিলেন। তাকে দীর্ঘ ৩৫ বছর পর গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”