পটিয়ায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ল ১৩ বছরের কিশোর


চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী ট্রেন থেকে ছিটকে পড়ে মোহাম্মদ করিম (১৩) নামের এক তরুণ গুরুতর আহত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে পৌরসদরের আমির ভান্ডার রেল গেইট এলাকায় এই ঘটনা ঘটে।

আহত মোহাম্মদ করিম কক্সবাজারের পেকুয়া উপজেলার আহমদীয়া চৌমুহনী ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুস শুকুরের ছেলে। জানা গেছে, মোহাম্মদ করিম পেকুয়া থেকে চট্টগ্রামে তার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী ট্রেনটি পটিয়া আমির ভান্ডার এলাকায় পৌঁছালে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ওই তরুণ হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। এতে আহত অবস্থায় মোহাম্মদ করিমকে স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া সুলতানা জানান, আহত তরুণ মোহাম্মদ করিমকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া স্টেশন মাস্টার মোহাম্মদ রাশেদুল আলম জানান, স্থানীয় কিংবা অন্য কোনো মাধ্যমে তিনি আহতের বিষয়টি শোনেননি। মোহাম্মদ রাশেদুল আলম বলেন, “কেউ এ ব্যাপারে রেলওয়ে স্টেশনে জানায়নি।”