‘জাগতিক ও আত্মিক জীবনের ভারসাম্যের দীক্ষা দেয় মাইজভান্ডারী দর্শন’


“মহান আল্লাহর আওলিয়াগণের মাধ্যমে ব্যক্তির জাগতিক ও আত্মিক জীবনে ভারসাম্যের দীক্ষা দেয় মাইজভান্ডারী দর্শন,” বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মাইজভান্ডারী গবেষক ও লেখক শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী। শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ির শোকর-এ-মওলা মনজিলে ‘জ্যোতি ফোরামের’ চতুর্দশ বর্ষপূর্তি ও বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

জ্যোতি ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা শাহেদ আলী চৌধুরী মাইজভান্ডারী বলেন, “জ্যোতি শব্দের অর্থ আলো এবং এর ভিত্তি মাইজভান্ডারী দর্শন। নৈতিক সমস্যা থেকে উত্তোরণ, উন্নত চরিত্র গঠন এবং স্রষ্টা-সৃষ্টির সম্পর্ক সৃষ্টি করে শিক্ষার্থী ও যুবসমাজকে মানবসম্পদ হিসেবে গড়ে তোলার একটি প্রচেষ্টা এই জ্যোতি ফোরাম।”

অনুষ্ঠানটি বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)-এর ৩৭তম বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে আয়োজিত ‘৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী হিসেবেও অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন তাজকিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা আবু নাসের নুর অন্তু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী ও সহযোগী অধ্যাপক ড. হানিফ মিয়া এবং আন্তর্জাতিক শায়ের ও ইসলামিক কবি মোহাম্মদ নুরুল কিবরিয়া সাকিব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও ইউনিয়ন ব্যাংক রাউজান শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ আজম। উপদেষ্টামণ্ডলীর পক্ষ থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালের অফিসার ডা. পঞ্চানন দাশ গুপ্ত।

অনুষ্ঠানের এক পর্যায়ে ‘৪র্থ শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫’-এ বিজয়ী প্রতিযোগীদের পুরস্কারস্বরূপ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অতিথিবৃন্দ শোকর-এ-মওলা মনজিলের মুখপত্র “শোকর” ম্যাগাজিনের ৪র্থ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এসময় উপস্থিত ছিলেন ম্যাগাজিন প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাজীদুল হাসান চৌধুরী ও সহ প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরীসহ সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের শেষে, জ্যোতি’র বিগত বছরের সাংগঠনিক কার্যক্রমের উপর ভিডিও প্রেজেন্টেশন ও আর্থিক বিবরণ পাঠ করা হয়। এরপর প্রধান উপদেষ্টা জয়নাল আবেদিন তাওরাতকে সভাপতি ও নেওয়াজ শাহরিয়ার আসিফকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন। কেক কাটার মাধ্যমে চতুর্দশ বর্ষপূর্তি উদযাপিত হয় এবং সভাপতির সমাপনী বক্তব্য, মিলাদ-কিয়াম, সেমা মাহফিল এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবকবৃন্দ, জ্যোতি’র উপদেষ্টাবৃন্দ, আশেকানে হক ভান্ডারী, শোকর-এ-মওলা মনজিলসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তা-সদস্যবৃন্দ ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।