কক্সবাজার থেকে ফেরার পথে বাইকার সাকিবের মৃত্যু, বহরে ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর বিথী-রাদ


চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাকিবুল হাসান (২৫) নামে এক বাইকারের মৃত্যু হয়েছে। তিনি নাটোর থেকে কক্সবাজার ভ্রমণে আসা একটি বাইকার দলের সদস্য ছিলেন, যে বহরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথী ও তার স্বামী রাদও ছিলেন।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা আতাউর রহমানের ছেলে।

বহরে থাকা সাকিবের সফরসঙ্গীরা জানান, নাটোর থেকে সাতটি মোটরসাইকেলে ১৩ জন বাইকার কক্সবাজার ভ্রমণ শেষে ফিরছিলেন। তাদের সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথী ও তার স্বামী রাদও ছিলেন।

তারা জানান, চট্টগ্রামে ফেরার পথে লোহাগাড়ার চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে একটি গতিরোধকে (স্পিড ব্রেকার) লেগে সাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

এতে সাকিবুল হাসান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।