হাটহাজারীতে ১৬ মামলার আসামি যুবলীগ নেতা হানিফ গ্রেপ্তার


চট্টগ্রামের হাটহাজারীতে ১৬টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ, যিনি স্থানীয় যুবলীগের নেতা।

গ্রেপ্তার মো. হানিফ (৪০) উপজেলার ফতেপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও উপজেলা যুবলীগের সদস্য। পুলিশ তাকে “কুখ্যাত সন্ত্রাসী, অস্ত্রধারী ও চাঁদাবাজ” হিসেবে বর্ণনা করেছে।

রোববার (১৬ নভেম্বর) বিকাল ৫টা ১০ মিনিটের দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, এসআই রুপন নাথ, এসআই মো. ফখরুল ইসলাম, এসআই আলী আকবর ও এএসআই মো. সজিব হোসেনসহ পুলিশের একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার হানিফ ফতেপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাহয্যা পাড়ার লাতু শিকদার বাড়ির মৃত নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ জানায়, হানিফের বিরুদ্ধে হাটহাজারী ও রাউজান থানায় ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ১৬টি মামলা রয়েছে।

এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং চলতি বছরের অগাস্ট মাসে জোবরা গ্রামবাসী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলাও রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ দখলবাজি, মাদক ব্যবসা, সরকারি গাছ বিক্রি এবং হত্যার অভিযোগেও মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, “তার বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১৬টি মামলা পাওয়া গেছে। আরও মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।”