পটিয়ায় মহাসড়কে টায়ারে আগুন


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস সংলগ্ন এলাকায় টায়ারে আগুন দিয়েছে ‘নিষিদ্ধ’ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনার পর তারা পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় কিছুক্ষণ আতঙ্ক বিরাজ করে।

স্থানীয় সূত্র জানায়, পটিয়া বাইপাস সংলগ্ন এলাকায় কয়েকজন যুবক কয়েকটি টায়ারে আগুন দিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেয়। কয়েক মিনিট পর স্থানীয় এলাকার লোকজন ধাওয়া করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পটিয়া পৌরসভা ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজু অভিযোগ করেন, “স্বৈরাচারী আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাইপাস সংলগ্ন এলাকায় মহাসড়কে সিএনজি যোগে এসে আগুন দেয়। স্থানীয় জনতা সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।”

এ ব্যাপারে পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলেও আগুনের সাদৃশ্য পায়নি।”

তবে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ভিডিওতে মুখে মাস্ক পরা কয়েকজন যুবককে টায়ারে আগুন দিতে এবং স্লোগান দিতে দেখা যায়।