আনোয়ারায় মাদকের বিরুদ্ধে ‘যৌথ অভিযান’, ৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১


চট্টগ্রামের আনোয়ারায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় তিন হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটের দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইব্রাহিম (২৫)। তিনি বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার মোখলেছ ডিলারের বাড়ির বাসিন্দা এবং তার বাবার নাম ফয়েজ আহাম্মদ।

আনোয়ারা আর্মি ক্যাম্প ও পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অভিযানের সময় মো. ইব্রাহিম দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পালানোর কারণ জিজ্ঞাসা করা হলে মো. ইব্রাহিম কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি।

অভিযানকালে মো. ইব্রাহিমের ডান হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো ২ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মো. ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটক ইব্রাহিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

মো. মনির হোসেন জানান, ইব্রাহিমকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।