
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের রাউজানে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড কমিটি গঠন ও সংসদ নির্বাচনকে সামনে রেখে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।
ইউনিয়ন বিএনপি নেতা ইয়াকুব আলীর সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্রদল নেতা পারভেজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক ছোটন আজম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগোয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক সওদাগর, সাবেক ইউপি সদস্য কাশেম মেম্বার, উপজেলা যুবদল নেতা কামাল উদ্দীন, বাগোয়ান ইউনিয়ন যুবদলের সদস্য সচিব টিটু চৌধুরী, পাহাড়তলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান, বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইলিয়াস তালুকদার, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দীন রাজু এবং যুগ্ম আহবায়ক নুরুন নবী।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবদল নেতা ইয়াকুব আলী, বিএনপি নেতা কবির আহমেদ কোম্পানি, রেজাউল করিম, ছাত্রদল নেতা আনিসুর রহমান, নোমান, সাজ্জাদ হোসেন নয়ন, রায়হান উদ্দীন, বেলাল উদ্দীন এবং জাহেদুল ইসলামসহ প্রমুখ।
