শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে পটিয়ায় ছাত্রশিবিরের মিষ্টি বিতরণ


জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়ের খবরে চট্টগ্রামের পটিয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পটিয়া পৌরসদরের কলেজগেট এলাকায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে এই মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণকালে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর শাখার সভাপতি মাহবুব উল্লাহ, পটিয়া সরকারী কলেজ ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী তাকসিম, শিবির নেতা সাদমান সিদ্দিক উৎস, মুহাম্মদ ইবাদ, মুহাম্মদ জিসান, রবিউল ইসলাম হৃদয় এবং রিফাতুল ইসলাম।

ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর শাখার সভাপতি মাহবুব উল্লাহ বলেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার আগে থেকে পটিয়ার বিভিন্ন পয়েন্টে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অবস্থান নেয়, যাতে “ফ্যাসিস্টের দোসররা” কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে। তিনি জানান, পরে সন্ধ্যায় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দেন, যাতে দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।