মধ্যরাতে মাদ্রাসার সামনে জটলা, এগিয়ে যেতেই গুলিবিদ্ধ যুবদল নেতা


চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে জাহেদ তালুকদার (৪৫) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নতুনহাট এলাকায় স্থানীয় একটি মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ জাহেদ তালুকদারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ জাহেদ তালুকদার উপজেলার মুকিম বাড়ির আহম্মদ কবিরের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে জাহেদ তালুকদার মুঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সামনে কিছু মানুষের জটলা দেখে সেখানে এগিয়ে যান। এ সময় স্থানীয় নুরুল আমিন প্রকাশ টেংরা কালু জাহেদ তালুকদারের ডান পায়ের হাঁটুর নিচে গুলি করে। ঘটনার সময় নুরুল আমিনের সঙ্গে আরও ৮-১০ জন ছিল বলে পুলিশ জানিয়েছে।

ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।